মামলার আবেদন:
বরাবর,
চেয়ারম্যান সাহেব,
চাঁদপুর ইউনিয়নপরিষদ
কাপাসিয়া, গাজীপুর।
বিষয়ঃ পানির ড্রেন বন্ধরাখা প্রসঙ্গে।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি হযরত , পিতা- মৃত মিয়ার, মাতা-ময়না বিবাদী রাবি আমার কৃষি জমিতে পানির ড্রেন বন্ধ করে রাখে আমি তাকে অনেক অনুরোধ করি যেন ড্রেনটি না বন্ধ করে। কিন্তু সে মানেনা। বরংচ আমাকে বকাঝকা করে।
অতএব, জনাবের নিকট প্রার্থনা উক্ত ঘটনা তদনত্ম সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করিতে আপনার যেন মর্জি হয়।
বিনীত নিবেদক
তাং…………. হযরত
ওয়ার্ড -৫
কাপাসিয়া,গাজীপুর
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস