বিদ্যালয়টি উত্তর ও পশ্চিম পা্র্শ্বে একটি টিনসেট বিল্ডিং ও একটি পাকা ভবন রয়েছে। পশ্বিম পার্শ্বে তিন কক্ষ বিশিষ্ট একতলা একটি বিল্ডিং নির্মানাধীন, উত্তর পার্শ্বে ১০০ ফুট লম্বা টিনসেট বিল্ডিং , আরোও একটি দুই কক্ষ বিশিষ্ট ৩৩ ফুট টিনসেট বিল্ডিং রয়েছে। প্রধান শিক্ষকের একটি কক্ষ রয়েছে,সহকারী প্রধান শিক্ষক ও সহকারী
শিক্ষকদের কক্ষ একটি, শ্রেনিকক্ষ ৮ টি। মেয়েদের জন্য একটি টয়লেট, ছেলেদের জন্য একটি টয়লেট। টিউবওয়েল আর্সেনিকমুক্ত ১টি।
অত্র বিদ্যালয়টি গ্রামের মানুষের সার্বিক সহযোগীতায় প্রতিষ্ঠিত হয়। তাই গ্রামের নামানুসারে বিদ্যালয়টির নামকরন করা হয় বড়ছিট আদর্শ উচ্চ বিদ্যালয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস